আল্লাহর অলিরা কবরে জীবিত এবং রিজিক পাপ্ত
সূরা আল ইমরান ১৬৯ নং আয়াত
আল্লাহ পাক বলেন
وَ لَا تَحۡسَبَنَّ الَّذِیۡنَ قُتِلُوۡا فِیۡ سَبِیۡلِ اللّٰهِ اَمۡوَاتًا ؕ بَلۡ اَحۡیَآءٌ عِنۡدَ رَبِّهِمۡ یُرۡزَقُوۡنَ ﴿۱۶۹﴾ۙ
আর যারা আল্লাহর পথে জীবন দিয়েছে, তাদেরকে তুমি মৃত মনে করো না, বরং তারা তাদের রবের নিকট জীবিত। তাদেরকে রিয্ক দেয়া হয়।
সূরা বাকারা (১৫৪) আয়াতে আল্লাহ পাক বলেন
যারা আল্লাহর পথে মৃত্যুবরণ করে, তাদেরকে মৃত বলো না,[1] বরং তারা জীবিত; কিন্তু তা তোমরা উপলব্ধি করতে পার না।
…
وَ لَا تَقُوۡلُوۡا لِمَنۡ یُّقۡتَلُ فِیۡ سَبِیۡلِ اللّٰهِ اَمۡوَاتٌ ؕ بَلۡ اَحۡیَآءٌ وَّ لٰكِنۡ لَّا تَشۡعُرُوۡ।।
এই দুই আয়াতের তাফসিরের আলোকে এইটাই প্রমাণ হয় যে আল্লাহর পছন্দের বান্দারা কবরে জীবিত এবং রিজিক পাপ্ত।সুবহানাল্লাহ। ।।
এখন আসেন কিছু লা মাজহাবি আহেলে হাদিস সালাফি তারা বলে নবিজি নাকি রাওজা মোবারকে পচে গলে মাটির সাথে মিসে গেছে, নাউজুবিল্লাহ মিন জালেখ
এখন আপনাদের কাছে জানতে চাই উনারা সরাসরি কোরানের আয়াত কে অস্বীকার করলো না
-picsay_1.jpg)
0 মন্তব্যসমূহ