ইসলাম ধর্ম কিভাবে আসলো

 *ইসলাম ধর্ম কিভাবে আসলো? – সংক্ষিপ্ত ব্যাখ্যা*  


*ইসলাম* পৃথিবীর অন্যতম প্রাচীন ও সর্বশেষ ঐশী ধর্ম, যা মহান আল্লাহর পক্ষ থেকে শেষ নবী *হযরত মুহাম্মাদ (সা.)*-এর মাধ্যমে প্রেরিত হয়েছে। তবে ইসলামের শিকড় আরও গভীরে, যা আদম (আ.) থেকে শুরু হয়ে শেষ নবী মুহাম্মাদ (সা.)-এর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে।  





*🔹 ইসলামের উৎপত্তি ও বিস্তার*  


*১. আদি ধর্ম ও আদম (আ.)*  

- ইসলামের মতে, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী *হযরত আদম (আ.)* ছিলেন একেশ্বরবাদের অনুসারী।  

- আল্লাহ আদম (আ.)-কে সৃষ্টি করে মানবজাতির পূর্বসূরী হিসেবে পৃথিবীতে পাঠান।  

- আদম (আ.) এবং তার সন্তানরা এক আল্লাহর ইবাদত করতেন এবং তার আদেশ পালন করতেন।  


*২. পূর্ববর্তী নবীগণ ও ইসলাম*  

- ইসলামের বিশ্বাস অনুযায়ী, আল্লাহ বিভিন্ন সময়ে মানবজাতিকে সঠিক পথে পরিচালিত করতে *নবী ও রাসূল* পাঠিয়েছেন।  

- *নূহ (আ.), ইব্রাহিম (আ.), মূসা (আ.), ঈসা (আ.)*—তারা সবাই ইসলামিক বিশ্বাস অনুযায়ী এক আল্লাহর বাণী প্রচার করেছেন।  

- কিন্তু সময়ের সাথে সাথে অনেক জাতি আল্লাহর দেওয়া শিক্ষা ভুলে গিয়ে নিজেদের মতো ধর্ম ও উপাসনা রীতি তৈরি করেছে।  


*৩. হযরত ইব্রাহিম (আ.) ও ইসলামের মূল ভিত্তি*  

- ইসলামের অন্যতম ভিত্তি হযরত *ইব্রাহিম (আ.)*-এর প্রচারিত তাওহীদ বা একেশ্বরবাদ।  

- তিনি এবং তার ছেলে *ইসমাইল (আ.)* কাবা ঘর নির্মাণ করেন, যা পরবর্তীতে মুসলিমদের পবিত্র স্থান হয়।  


*৪. মুহাম্মাদ (সা.) ও ইসলামের পূর্ণতা*

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ